1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
পদ্মা সেতুর সুপার গার্ডারের শেষটি মাওয়া প্রান্তে স্থাপন - চ্যানেল দুর্জয়
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

পদ্মা সেতুর সুপার গার্ডারের শেষটি মাওয়া প্রান্তে স্থাপন

  • প্রকাশিত : রবিবার, ২ মে, ২০২১

বিশেষ প্রতিনিধি: পদ্মা সেতুর দুই প্রান্তের ৪৩৮-টি সুপার গার্ডারের সব শেষটি মাওয়া প্রান্তে স্থাপন করা হচ্ছে। শনিবার (১ মে) এ গার্ডার বসার মধ্য দিয়ে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হবে।

পদ্মা সেতু কাজের অগ্রগতি আজ ৯৩.২৫ শতাংশ লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় ২০২২ সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে সেতু কর্তৃপক্ষ দাবি করেছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এপ্রিলের শেষে কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৫০ শতাংশ। পদ্মাসেতুর স্বপ্নযাত্রা ২০১৪ সালের শেষের দিকে। দীর্ঘ এই পথচলায় হাজারও শ্রমিকের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় একসময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এখন পুরোপুরি দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু। চারদিকে কোভিড সংক্রমণের ভীতির দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত মানুষের জীবন জীবিকা। তবুও এক মুহূর্তের জন্য থেমে নেই এ কাঠামোর নির্মাণ কাজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মা নদীর উপরে কাজ চলছে তিন শিফটে। প্রমত্তার দুই পাড়ের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের। সেতুতে সমানতালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্লাব বসানোর কাজ।

এ ছাড়া এগিয়ে নেয়া হচ্ছে, ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপ লাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইনসহ আরও অনেক কর্মযজ্ঞ। এ মুহূর্তে মূল সেতুর অগ্রগতি ৯৩ দশমিক ২৫ শতাংশ, নদীশাসন ৮৩ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫০ শতাংশ। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়েই কাজ শেষ করার আশাবাদ প্রকাশ করেন পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৫:৫৭)
  • ১৮ই মে ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই জিলকদ ১৪৪৫ হিজরি
  • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
185
3817622
Total Visitors