1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ঝুমঝুমপুরে রূমান হত্যা- অভিযুক্ত রশিদ কে আটক করেছে পিবিআই। - চ্যানেল দুর্জয়
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ন

ঝুমঝুমপুরে রূমান হত্যা- অভিযুক্ত রশিদ কে আটক করেছে পিবিআই।

  • প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার সিতারামপুরের রূমান (২১) হত্যার পালাতক আসামি রশিদ কে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০১৭ সালের ৩১ শে মার্চ রূমান কে হত্যা করে বস্তাবন্দি করে ঝুমঝুমপুর চান্দের মোড়ের পাশে ভৈরব নদীতে ফেলে রাখে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত রূমানের মা আমেনা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলাটি তদন্ত করে সিআইডি পুলিশ ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আদালতে ৭ জনকে অভিযুক্ত করে প্রতিবেন দাখিল করলে বাদীর নারাজি পিটিশনের প্রেক্ষিতে মামলা গড়ায় পিবিআইতে।

পিবিআই’র এসআই শরীফ এনামুল হক তদন্তে নেমে গেল মাসের ২৪ তারিখে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমিনুর (২২) নামে এক সন্ত্রাসী কে আটক করেন৷ সন্ত্রাসী আমিনুর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। তাঁর দেয়া তথ্যানুযায়ী মঙ্গলবার ঝুমঝুমপুরে অভিযান চালিয়ে রাজনের বাড়ীর ভাড়াটিয়া অপর সন্ত্রাসী রশিদ কে আটক করেন৷

আটক রশিদকে আজ বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট গৌতম মল্লিকের আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।

এ ব্যাপারে পিবিআই’র এসআই শরীফ এনামুল হক বলেন, তদন্ত এখনো চলমান রয়েছে৷ রূমান হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা৷

আটক রশিদ ঝিনাইদহ জেলার শালকুপা গ্রামের ফজলু মন্ডলের ছেলে ও যশোরের ঝুমঝুম পুরের জনৈক রাজনের বাড়ীর ভাড়াটিয়া।

সালাহ্উদ্দীন সাগর/এডিটর প্যানেল -০১

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার (দুপুর ১২:১২)
  • ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
68
3263820
Total Visitors