1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কক্সবাজার সমুদ্রে প্রাণ গেল যশোরের ২ ছাত্রের! - চ্যানেল দুর্জয়
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে প্রাণ গেল যশোরের ২ ছাত্রের!

  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

কক্সবাজারে সমুদ্রস্নানে গিয়ে যশোরে ফেরা হলনা দুই বন্ধুর। সাত বন্ধুর সাথে বার্ষিক ভ্রমন আনন্দ ভ্রমন হয়ে গেল শোকগাঁথা এক হৃদয় বিদারক কাহিনী। না ফেরার দেশে চলে দু ছাত্র হচ্ছেন যশোরের উপশহরের বাসিন্দা বরেণ্য গীতিকার কাসেদুজ্জামান সেলিমের ছেলে রাফিদ ঐশিক (২৫) ও যশোর লাল দীঘিপাড়ের বাসিন্দা রাজ্জাক কলেজের প্রভাষক শাহরিয়ার মেহেরের ছেলে মেহের ফারাবী অভ্র (২৫)্। এদের মধ্যে ঐশিক যশোর ক্যান্টমেন্ট কলেজ এবং অভ্র ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মৃত্যু সংবাদ পরিবারের কাছে পৌঁছানোর পরপরই শোকে স্তব্ধ হয়ে পড়েছেন ঐশিক ও অভ্রর বাবা মা ও তাদের স্বজনেরা। বাড়ির সামনে বন্ধুরা ভীড় জমাচ্ছে বাড়ি বন্ধুর লাশ এক নজর দেখার জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত যশোরে আনার প্রস্তুতি চলছিল।
পারিবারিক সূত্র জানিয়েছে, ঐশিক ও অভ্র তার অপর ৫ বন্ধুর সাথে ১৫ সেপ্টেম্বর বার্ষিক ভ্রমনের অংশ হিসেবে কক্সবাজারে যান। ১৬ সেপ্টেম্বর তারা কক্সবাজার সমুদ্র সৈকতে যান। এসময় সমুদ্র অনেকটা উত্তাল ছিল। আনন্দ উচ্ছাসের বহিপ্রকাশে এসময় ঐশিক, অভ্রসহ ৭ বন্ধু নেমে পড়েন সমুদ্রস্নানে। এক পর্যায়ে বন্ধুরা কে অপরকে হারিয়ে ফেলেন। কোনো রকমে ৫ বন্ধু সৈকতে ফিরতে পারলেও নিখোঁজ ছিল ঐশিক ও অভ্র। গত দুদিন তারা নিখোঁজ ছির। না উদ্ধার ছিল লাশ, না জীবন্ত। নিখোঁজ সংবাদে ওই দুই পরিবারের শ্বাসরুদ্ধকর সময় কাটানোর পর ১৮ সেপ্টেম্বর উদ্ধার হয় ওদের লাশ। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আশে শোকের মাতম। যশোরে লাশ না পৌঁছালেও বন্ধুরা জড়ো হতে থাকে তাদের বাড়ির সামনে। ১৮ সেটেম্বর দুপুর আড়াইটায় লালদীঘির পাড়েঅভ্রদের বাড়িতে গেলে কান্নায় ভেঙে পড়েন বাবা শাহরিয়ার মেহের ইবনে মিজান ও মা আফরোজা আক্তার। তারা বিশ্বাসই করতে পারছেননা ছেলে আর নেই। এসময় অভ্রর মামা মাহমুদ হাসান, ভাই আবির মৃত্যু নিশ্চিত করে জানান সে ৩ দিন আগে বন্ধুদের সাথে বাসযোগে ক্সবাজারে গিয়েছিল কিন্তু আর ফেরেনি। সমুদ্রে নেমে তারা আর উঠতে পারেনি দুদিন আগে জানলেও লাশ বা জীবন্ত উদ্ধার না হওয়ায় তারা নিশ্চিত হতে পারছিলেননা। ১৮ সেপ্টেম্বর সকালে লাশ উদ্ধার হয় আর তারা মোবাইলে পাঠানো ছবি দেখে শনাক্ত করেন। তার আরো জানান অভ্র ও ঐশিকের লাশ যশোরে আনার পক্রিয়া চলছে। এদিকে ঐশিকের কাকা জানান, লাশ পথে রয়েছে। ঐশিকের বাবা গীতিকার কাসেদুজ্জামান সেলিম ও মা বার বার মুর্ছা যাচ্ছেন। তারা এখন কথা বলার অবস্থায় নেই। পরিবারটি এখন কঠিন সময় পার করছে। ছেলের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। এছাড়া ঘটনার ব্যাপারে মিডিয়াকে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (রাত ১০:২০)
  • ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
115
3258278
Total Visitors