1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কালীগঞ্জ পৌর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় খুলনাকে হারিয়ে কালীগঞ্জ বিজয়ী - চ্যানেল দুর্জয়

কালীগঞ্জ পৌর ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় খুলনাকে হারিয়ে কালীগঞ্জ বিজয়ী

  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

আশিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি ॥ কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুনামেন্টের ২০২১ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভুষনস্কুল মাঠে কবুতর উড়িয়ে ও বলে সটদিয়ে চলতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যন এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া জেরিন।
এ টুর্নামেন্টে দেশের খ্যাতিমান ফুটবলার সমৃদ্ধ ৮ টি ঐতিহ্যবাহি দল অংশ গ্রহন করবে। বুধবার পড়ন্ত বেলায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশের সাথে খুলনা ফুটবল একাদশের খেলার বল গড়ানোর মধ্যদিয়ে উদ্বোধন হলো। খেলায় কালীগঞ্জ ফুটবল একাদশ ২-০ গোলে খুলনা এসবি আলী ফুটবল একাডেমিকে পরাজিত করার মাধ্যমে শুভ সূচনা করে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে অতিথিবৃন্দ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর রেফরি খেলায় বাঁশিতে ফুঁক দেন। এরপর শুরু টান টান উত্তেজনার ম্যাচ। খেলার শুরুতের আক্রমন আর পাল্টা আক্রমন শুরু হয়। কিন্ত প্রথমার্ধের ঠিক ১২ মিনিটের সময় আক্রমন ভাগের বিপদজনক স্থানে বল পেয়ে বিপক্ষ ৪ জনকে টপকে বল বের করে উচুতে তুলে দেন অধিনায়ক কায়েস। শূন্যতে ভাসা বলে মাথা লাগিয়ে দলের পক্ষে বল জালে জড়িয়ে দেন রাব্বি। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে খুলনা। তারা ১৭ মিনিটে একটি নিশ্চিত সুযোগ নষ্ট করলে শিবিওে খানিকটা মন ভেঙে যায়। আবার প্রথমার্ধের ৩২ মিনিটে স্বাগতিক দলের সেই অভিজ্ঞ কায়েসের বাড়ানো বলে আবার পা বাড়িয়ে দুর্দান্ত কিকে ২য় বারের মত খুলনার কফিনে পেরেক ঠোকেন সেই রাব্বি। কিছুক্ষন পরেই ২য়ার্ধেও খেলা শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বৃষ্টি ভেজা মাঠে উভয় দলের খেলোয়াড়রা খানিকটা পরিশ্রান্ত হয়ে পড়ে। কিন্ত ভারি মাঠ হলেও খুলনা ফুটবল একাডেমি বার বার আক্রমন করেও লক্ষ্যভ্রষ্ট কিকে মন ভেঙেছে। এরপর দ্বিতীয়ার্ধের ৪২ মিনিটে স্বাগতিক কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস পর পর দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এক পর্যায়ে রেফারি রবিউল ইসলাম শেষ বাঁশি বাজিয়ে দিনের খেলা শেষ করেন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন জামাল হোসেন ও বেলাল হোসেন ও মারুফ হোসেন (৪র্থ রেফারি)। খেলাা শেষে কালীগঞ্জ দলের অধিনায়ক কায়েস ম্যাচ সেরার পুরষ্কার জিতেন।
টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্বে আছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভার্ষ্যে ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অজিত কুমার ভট্রাচার্য্য জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার টুনামেন্টের ২য় খেলাতে অংশগ্রহন করবে বেনাপোল নুর ইসলাম ফুটবল একাডেমি ও বগুড়া রেইন ফুটবল গ্রুপ।


এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৫:২৪)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
323
3178223
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme