1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
“হিয়ার মাঝে” তাহমিনা সিদ্দিকা - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

“হিয়ার মাঝে” তাহমিনা সিদ্দিকা

  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
কবি: তাহমিনা সিদ্দিকা

আমি ভাবছি শুধু ভাবছি নয়,ভেবেই চলেছি আমার অতীত বর্তমান সবকিছু।
আমার ভাবনা গুলো খড় কুটোর মত উড়ছে,তবুও ভাবছি আমার ভাবনার গতিবেগ কত আমি নিজেই জানিনা।
ভাবনার মাঝেও দুর থেকে ভেসে আসছে আমার প্রিয় একটি কালজয়ী গানের সুর।
“আমার হিয়ার মাঝে লুকিয়ে
ছিলে দেখতে আমি পাইনি”
বড় ভাল লাগছে গানটি,
কে যেন আমার হৃদয়টা স্পর্শ করলো এবং বলল”ওহে প্রলুব্ধ কর্ণ শোন,আর ভালো করে দেখো?
আমি তোমার লেখনীর প্রতিটি
শব্দে কি আছি?দেখোতো আমাকে খুঁজে
পাও কিনা?”
আমার ভাবনার গতি আরো বেগোবান হলো।
দুরে কোথাও একটি প্রিয়া হারা নিশাচর পাখি আম্রকুঞ্জের ভিতর বসে অবিশ্রান্ত ভাবে ডেকে চলেছে,তার হারানো প্রিয়াতমকে।
আমি অবাক হলাম!কারণ পাখিটি বোধহয় আমার মনের কথাটি বলছে,
রাতের আধারকে খান খান করে দিয়ে দুরে হুতম পেচার গুরু গম্ভীর ডাক,
আমি খোলা আকাশের পানে চেয়ে দেখলাম অসংখ্য তারার
মিছিল,অপূর্ব মিটি মিটি আলো বিকরণ
আর আলো আধারীর খেলা।
দুরে একটি ছুটে চলা উল্কা ছুটছে তার নিজ গন্তব্যে।
আস্তে আস্তে উদ্ভাসিত হচ্ছে মায়া ভরা জোৎস্না,দিগন্ত জুড়ে আলোর মিছিল।
দেখছি আর ভাবছি প্রিয়া আর প্রিয়তম প্রেমিকের,মায়া ভরা জোৎস্না হঠাৎ
আমাকে বলল,কবি তুমি কি একা?
আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জোৎস্নাকে বললাম,প্রিয়তমা বিসর্জনে আজ আমি একা বড় একা॥

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ৬:১৭)
  • ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
127
3269648
Total Visitors