1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ধার পরিশোধ না করায় ছাত্রলীগ নেতার কারাদণ্ড - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

ধার পরিশোধ না করায় ছাত্রলীগ নেতার কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার।। বন্ধুত্বের সম্পর্কের সূত্রে ধার দিয়েছিলেন ২৪ লাখ টাকা। এর মধ্যে ছয় লাখ টাকা অস্বীকার করে ভুক্তভোগীকে ১৮ লাখ টাকার চেক দেন। অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে ভুক্তভোগী কামরুল ইসলাম চাঁন মিয়া আদালতে চেক জালিয়াতির মামলা করলে বৃহস্পতিবার (৭ অক্টোবর) ওই মামলার রায়ে ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন ও রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আরফান আলীর ছেলে কামরুল ইসলাম চাঁন মিয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের কারণেই মামুনকে ২৪ লাখ টাকা ধার দিয়েছিলেন কামরুল। টাকাগুলো ফেরত দেওয়ার কথা ছিল দুই-এক মাসের মধ্যেই। কালক্ষেপণ করায় স্থানীয় দেন-দরবারে ২৪ টাকার মধ্যে মামুনের মায়ের হাতে দেওয়া ছয় লাখ টাকার বিষয়টি অস্বীকার করেন। পরে কামরুলকে ভালুকা ন্যাশনাল ব্যাংক শাখার অধীনে ১৮ লাখ টাকার চেক দেন। তুলতে ব্যাংকে গেলে মামুনের সেই অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। এতে ভুক্তভোগী কামরুল ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতে চেক জালিয়াতির মামলা করেন।

মামলা চলাকালে জালিয়াতির বিষয়টি অস্বীকার করে স্বাক্ষর ভুয়া দাবি করে এক্সপার্টের আবেদন করলে টেস্টে হাতের লেখায় তার স্বাক্ষরের মিল পান আদালত। পরে ছাত্রলীগ সভাপতি মামুন নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধের সময় চেয়ে নেন। গড়িমসি করে আদালতের তারিখ পরিবর্তন করে দীর্ঘ সময় অতিবাহিত করেন। এরই মধ্যে ভালুকা তিতাস গ্যাসের অস্থায়ী পেট্রোলম্যান ভুক্তভোগী ওই কামরুল ইসলাম মামলার পেছনে দৌড়ঝাঁপ করতে করতে চাকরি হারান।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের তৃতীয় জেলা দায়রা জজ আদালতের বিচারক হাবিবুল্লাহ ওই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে ওই বিচারিক বেঞ্চ ময়মনসিংহের মনিরুজ্জামান মামুনকে ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বাদী কামরুল জানান, আসামিকে টাকা দিয়ে তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় পাঁচ বছর ধরে এই মামলা চালাতে গিয়ে তার অনেক টাকা খরচ হয়েছে। এখন আদালতের মাধ্যমে তার প্রাপ্য টাকা ফেরত পাবেন, এতে করে তিনি অনেক খুশি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১২:১৮)
  • ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
135
3268872
Total Visitors