1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ৩১ নেতা বহিষ্কার - চ্যানেল দুর্জয়

যশোরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ’লীগের ৩১ নেতা বহিষ্কার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

যশোর: যশোরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩১ নেতাকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

মণিরামপুর উপজেলার বহিষ্কৃত নেতারা হলেন- উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবু আনছার সরদার, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আশরাফুল আলম মিন্টু, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোড়ল, সদস্য আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আয়ুব হোসেন, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হক, ঝাঁপা ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য স ম আলাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ সরদার, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আতাউর রহমান লাভলু, কুলটিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আদিত্য মন্ডল ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য প্রভাষ ঘোষ, নেহালপুল ইউনিয়ন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আনিচুর রহমান ও সদস্য মনোয়ার হোসেন।

বাঘারপাড়া উপজেলার বহিষ্কৃত নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোল্লা বদর উদ্দীন ও উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বন্দবিলা ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জয়, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজুর রশিদ স্বপন, সাবেক সহ-সভাপতি মোশারেফ হোসেন, নারিকেল বাড়িয়া ইউনিয়নে উপজেলা তাঁতী লীগের সভাপতি আবু তাহের আবুল সরদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আতিয়ার রহমান, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ অধিকারী, দরাজহাট ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আয়ুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, জনগণের ভালোবাসায় দল দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংখ্যা বেড়েছে। এছাড়া বিএনপি ভোটে না থাকায় দলে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়েছে। এসব বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নিয়েছি। শুধু দলীয় মনোনয়ন নয়, দলীয় শৃঙ্খলার বাইরে যে অবস্থান নিবে তাকে বহিষ্কার করা হবে। ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হলেও তাদের দলে ফেরত নেওয়া হবে না।

আগামী ২৮ নভেম্বর যশোরের মণিরামপুর, বাঘারপাড়া ও শার্শার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:৩২)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
324
3178699
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme