1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মহেশপুর সীমান্তে ২১ অনুপ্রবেশকারী আটক - চ্যানেল দুর্জয়

মহেশপুর সীমান্তে ২১ অনুপ্রবেশকারী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

আশিকুর রহমান ,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২১ অনুপ্রবেশকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। ১৮ জানুয়ারি মঙ্গলবার ভোর ৩টার দিকে ভারতীয় সীমান্তের মাটিলা বিওপির মাটিলা গ্রামের মাঠের মধ্যে থেকে এসব বাংলাদেশী নাগরিককে করা হয়। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। তাদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে আটক করা হয়। আটককৃতরা হলেন সজীব শেখ, আমেনা খাতুন, ছয় মাসের শিশু আরোবী, ঈশীতা, দিপংকর সরকার, সোহরাব মন্ডল, রাকিবুল সরদার, নাজমা বিবি, রাবিয়া খাতুন, পারুল খাতুন, আফশীন, আফরীন, নাছিমা খাতুন, জাহিদা বেগম, মোঃ রিহান, লাবনী খাতুন, তানজীলা বেগম, বকুল বেগম, জাহানারা খাতুন, সালমা খাতুন ও সোহাগী খাতুন। আটককৃতদের বেশির ভাগই বাড়ি যশোরের বিভিন্ন এলাকায়। এছাড়া সাতক্ষীরা, নড়াইল ও বরগুনার বাসিন্দা রয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মোঃ তারেক জানান, নিজস্ব গোয়েন্দা মাধ্যমে জানতে পেরে ভারত থেকে বাংলাদেশের প্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদেরকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, করোনার এই সময়ে ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে মানুষের প্রবেশের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সে জন্য বিজিবি’র নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দিনে ও রাতে বাড়তি টহল চলছে বলে যোগ করেন। উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলা জুড়ে পাশ্ববর্তি দেশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকা রয়েছে প্রায় ৭০ কিলোমিটার। এরমধ্যে কাটাতার বিহীন এলাকা প্রায় ১১ কিলোমিটার। এই কাটাতার বিহীন এলাকা দিয়েই মানুষ অবৈধ পথে এপার ওপার যাতায়াত করে থাকে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৫:৩৭)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
325
3178282
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme