নিজস্ব প্রতিবেদক।।বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে শেখ রাসেল কমপ্লেক্স ২য় তলায় সোলার প্যানেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বুধবার বেলা সোয়া ১১ টা ২৫ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। প্রয়োজনে আরো ইউনিট পাঠানো হবে।