যেখানে ভাইরাল
সেখানে হুমড়ি খেয়ে পড়া
এটা যেন বাঙ্গালীদের স্বভাব
এক তামান্নার ঘরে আমরা
তামান্নার মত আপনজনের
রয়েছি কি অভাব??
এক রোগীকে ভালো করে
ভাইরাল বনে রাতারাতি
হাজারো রোগী কেঁদে মরে
তা নিয়ে হয় না মাতামাতি।।
ভাইরালেই এখন বিচার-শালিশ
কোর্ট কাচারি নামে
চকচকে সব দ্রব্য দেখে
কিনছে উচ্চ দামে।।
প্রতিবন্ধীর ভালোবাসায়
ভাইরাল সোহেল ওরফে বকুল
এইসব দেখে গান বেঁধেছে
প্রতিবাদী গায়ক নকুল।।
এসো সচেতন হই
অন্যকে সচেতন করি
প্রতিদিন সবাই একটি করে
ভালো কাজ করি।।