জিএম সালমান মুস্তাফা: কেশবপুরে অগ্নিকান্ডে একটি মেশিনারিজ গোডাউন পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টায় উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভরতভায়না বাজারে। অগ্নিকান্ডের খবর পেয়ে কেশবপুর ও ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীদের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ভরতভায়না বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবসায়ী কামরুল ইসলাম শেখের জীম মেশিনারিজের দোকানসহ গোডাউনে আগুন লেগে যায়। মুহুর্তেই আগুন দোকান ও গোডাউনের ভেতর ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা মেশিনারিজ, পানির ফিটিং লাইন, মোটরসাইকেল পার্টস, অ্যালুমিনিয়াম, হার্ডওয়্যার, প্লাস্টিক এবং স্যানেটারি সামগ্রীর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কেশবপুর ও ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তারা প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কেশবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লেগে ওই ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ব্যাপারে জীম মেশিনারিজের মালিক কামরুল ইসলাম শেখ বলেন, আগুন লেগে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে এক কোটি টাকার উপর ক্ষতি হয়েছে।