1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে রোগীর প্রেসক্রিপশনে ওষুধ কোম্পানির প্রতিনিধির হানা অব্যাহত! - চ্যানেল দুর্জয়

যশোরে রোগীর প্রেসক্রিপশনে ওষুধ কোম্পানির প্রতিনিধির হানা অব্যাহত!

  • প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

ডেস্ক রিপোর্ট : কড়াকড়ি আরোপের পরও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ছাড়ছেন না বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা (রিপ্রেজেনটেটিভ)। কর্তৃপক্ষের বেধে দেয়া সময়ের বাইরেও তারা গোপনে হাসপাতালে প্রবেশ করছেন। আবার নিষেধাজ্ঞা অমান্য করে রোগীর ব্যবস্থাপত্রের ছবি তুলছেন। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যথেচ্ছা হাসপাতালে প্রবেশ করা ঠেকাতে রাউন্ড দেয়া হয় বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক।

হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের সাথে সাক্ষাতের জন্য সুনির্দিষ্ট দিনক্ষণ রয়েছে সেটা হলো প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দুপর ১টা থেকে ২টা পর্যন্ত তারা চিকিৎসকের সাথে ভিজিট করতে পারবেন। বাকি দিনগুলোতে তারা হাসপাতাল চত্বরে পারবে না। কিন্তু বাস্তবে এই নিয়মের বর্তমানে কোন বালাই নেই। প্রতিদিন সকাল থেকেই তরা হাসপাতালে ভিড় করতে থাকে। তাদের বেপরোয়া কারনে রোগী ও স্বজনেরা বিড়ম্বনায় পড়ছে। কেননা রোগীর ব্যবস্থাপত্র দেয়ার সময় বা ফাঁকে ফাঁকে ওষুধ কোস্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সাথে লেনদেনে ব্যস্ত থাকে। ওষুধ কোম্পানি ও চিকিৎসকদের শ্রেনী ভেদে নানা উপহার উপঢৌকন মাসিক/বার্ষিক চুক্তিতে রফাদফা রয়েছে। নগদ টাকা, দামি মোবাই ফোন, ল্যাপটপ, এসি, বিভিন্ন সেমিনার খরচ, অনুষ্ঠানের খরচ, পিকনিক, দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমনের টিকিট, বিদেশ ভ্রমণের ফ্রি টিকিট দেয়া হয় চিকিৎসকদর। এছাড়াও শাড়ি, তেল, সাবান, শ্যাম্পুসহ নানা প্রসাধনী সামগ্রী উপহার দেয়। ওষুধ কোম্পনীর প্রতিনিধিদের বেপরোয়া কর্মকাণ্ডে হাসপাতালে আসা রোগী স্বজনরা দুর্ভোগের মধ্যে পড়ে।

সূত্র জানায়, ২০১৯ সালের এপ্রিল মাসে হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে হাসপাতাল চত্বর থেকে রোগীর ব্যবস্থাপত্রের ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর ওষুধ কোম্পানির প্রতিনধিরা কোনঠাসা হয়ে পড়ে। রোগীর ব্যবস্থাপত্রের ছবি তোলা বন্ধ করে দিতে বাধ্য হন তারা। কিন্তু বর্তমানে কোন নিয়ম মানছেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তারা অবাধে হাসপাতালে প্রবেশ করছেন।

সরেজমিনে অবস্থান করে দেখা গেছে, শুক্রবার বাদে সপ্তাহের ৬ দিন হাসপাতালের আঙ্গিনায় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের শতাধিক মোটরসাইকেল জড়ো হতে থাকে সকাল ৮ টা থেকেই। কিছুক্ষণের মধ্যে তারা মোটরসাইকেল রেখে উধাও হয়ে যায়। ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি রোগীর বেশে হাসপাতালের বর্হিঃবিভাগ ও অন্তঃবিভাগে প্রবেশ করে। আবার অনেকে প্রকাশ্যে চিকিৎসকের কক্ষে গিয়ে জটলা তৈরি করে। এছাড়া চিকিৎসকের কক্ষের সামনে ও বিভিন্ন কোনে অবস্থান নিয়ে রোগীর ব্যবস্থাপত্রে ছোঁ মেরে কেড়ে নেন। তারা দেখেন চিকিৎসক তাদের কোম্পানির ওষুধ লিখেছেন কিনা। তারা আবার ব্যবস্থাপত্রের ছবিও তোলেন। তাদের কর্মকান্ডে সব চেয়ে বেশি বিব্রত নারী রোগীরা। ভুক্তভোগীরা এর প্রতিকার দাবি করে বলেন, ওষুধ কোম্পানির আচরণে অনেকেই আতংকিত হন। কারণ অনেক সময় তারা কথা না বলেই ছোঁ মেরে ব্যবস্থাপত্র কেড়ে নেন।

নাম প্রকাশ না করার শর্তে ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি জানান, চাকরি রক্ষার্থে কোম্পানির বেঁধে দেয়া নির্দিষ্ট টাকার ওষুধ বিক্রির টার্গেট পূূরণে মার্কেটিং প্রমোশনের নামে তারা সময়-অসময়ে হাসপাতালে প্রবেশ করেন। নিজ নিজ কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের নানাভাবে প্রলোভিত করতে হয়।

অভিযোগ রয়েছে, ওষুধ কোম্পানির দ্বারা প্রভাবিত হয়ে চিকিৎসকেরা চড়ামূল্যের এন্টিবায়োটিকসহ দামি ওষুধ লিখছে রোগীদের ব্যবস্থাপত্রে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রোগীর লোকজন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ ঠেকাতে প্রতিনিয়ত হাসপাতাল রাউন্ড দেয়া হয়। তারা হয়তো কর্তৃপক্ষের চোখ আড়াল করে হাসপাতালে থাকছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত হয়রানি ও দুর্ভোগ লাঘবে সব ধরণের কঠোরতা অবলম্বন করা হবে। প্রয়োজনে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হবে।

উল্লেখ্য, বিগত দিনে যশোর জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন ওষুধ কোম্পানির ৯ জন প্রতিনিধিকে আটক করেছিলেন। তাদের ভোক্তা সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৪ ধারা মতে মোট ৪৫ শ’ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (দুপুর ২:২৪)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
227
3177508
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme