স্টাফ রিপোর্টার, যশোর: যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন ১ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৬০ টাকার বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ১৩ লাখ ৭ হাজার টাকা আয় এবং ১২ লাখ ২৬ হাজার ৪৪০ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ৫৬০ টাকা।
ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে বাজেট সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার এবিএসএম মুজিবুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, ইউপি সচিব মো. মুজিবর রহমান, ইউপি সদস্য ফরহাদ হোসেন, আক্তার হোসেন, নুর করিম টুটুল, এস.এম জাবেদ উদ্দিন, আব্দুল হালিম, আকরাম হোসেন, কায়েম আলী, বাবুল ইসলাম, সাজ্জাত হোসেন, হাসিনা বেগম, রেখা খাতুন, কোহিনুর বেগম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।