1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নিজ আসন থেকে উঠে এসে রওশনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

নিজ আসন থেকে উঠে এসে রওশনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২


নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সংসদে তার নি‌জের আসন থে‌কে উঠে গি‌য়ে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশা‌দের শারী‌রিক অবস্থার খোঁজ খবর নি‌য়ে‌ছেন।

বুধবার বিকা‌লে জাতীয় সংসদে বা‌জেট অধিবেশনের শুরু‌তে সংসদ নেতা ও বি‌রোধী‌নেতার ম‌ধ্যে এই সৌজন‌্য সাক্ষাত হয়। এসময় চিফ হইপ নূর ই আলম চৌধুরী, আওয়ামী লী‌গের সাংসদ ম‌তিয়া চৌধুরী প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এরশা‌দের বড় ছে‌লে রাহ‌গির আল মা‌হে সাদ এরশাদ জানান, বা‌জেট অধিবেশনে যোগ দিতে আম্মু (রওশন এরশাদ) সংস‌দে প্রবেশ করার পরপরই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নি‌জের আসন ছে‌ড়ে আম্মুর কা‌ছে যান। এসময় তি‌নি ব‌লেন, কেমন আছেন? শরীর কেমন? ব‌্যংক‌কে চি‌কিৎসা কেমন হয়েছে? আম্মুর স্বা‌স্থের খোঁজ খবর নেন। ভা‌লো মন্দ জি‌জ্ঞেস ক‌রেন। আম্মুও হা‌সিমু‌খে জবাব দেন। প‌রিপুর্ণ সুস্থ হ‌য়ে ফি‌রে আসার কথাও ব‌লেন প্রধানমন্ত্রী।

সাদ বলেন, প্রধানমন্ত্রী হ‌য়ে যেভা‌বে আসন ছে‌ড়ে আম্মুর খোজ খবর নি‌য়ে‌ছেন, তা‌তে আমরা অবাক হ‌য়ে‌ছি। আগেও আম্মুর নিয়‌মিত খোঁজ খবর রে‌খে‌ছেন তি‌নি। এজন্য আমি প্রধানমন্ত্রীর কা‌ছে চির কৃতজ্ঞ।

জাতীয় পা‌র্টির কো চেয়ারম‌্যান ও সা‌বেকমন্ত্রী কাজী ফি‌রোজ রশীদ ব‌লেন, এটিই গণত‌ন্ত্রের সৌন্দর্য‌্য। সংদস নেতা নি‌জের আসন ছে‌ড়ে বি‌রোধী‌নেতার কা‌ছে গি‌য়ে তাঁর খোজ খবর নি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রী মান‌বিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ক‌রে‌ছেন।

এর আগে বি‌রোধীদলীয় ‌নেতা বা‌জেটের উপর বক্তব‌্য রা‌খেন। পদ্ম‌সেতু নির্মা‌ণের জন‌্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ক‌রেন। এসময় তি‌নি বি‌দে‌শে চি‌কিৎসাকা‌লে নিয়‌মিত খোঁজ খবর নেয়ার জন‌্য রাষ্ট্রপ‌তি আবদুল হা‌মিদ, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা, স্পিকার শি‌রিন শারমীন চৌধুরীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

দীর্ঘ সাড়ে সাতমাস চি‌কিৎসা শে‌ষে সোমবার দুপু‌রে দে‌শে ফেরেন রওশন এরশাদ। আগামী ৪ জুলাই তি‌নি আবারও চি‌কিৎসার জন্য ব্যাংকক যা‌বেন।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:০৭)
  • ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
127
3269525
Total Visitors