1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
শ্রাবণেও বৃষ্টি নেই- মোনাজাতে কাঁদলেন বার’শ মানুষ - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০১ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছার মর্জাদ বাওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে চুল কাটা নিয়ে বাবার কাছে বকা খেয়ে ছেলের আত্মহত্যা ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা! রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর ‍মৃত্যু

শ্রাবণেও বৃষ্টি নেই- মোনাজাতে কাঁদলেন বার’শ মানুষ

  • প্রকাশিত : শনিবার, ১৬ জুলাই, ২০২২

দিনাজপুর প্রতিনিধি: আষাঢ় শেষে শুরু হয়েছে শ্রাবণ। তবে বর্ষার এমন ভরা মৌসুমেও দেখা নেই বৃষ্টির। দাবদাহ ও খরায় পুড়ছে উত্তরের জেলা দিনাজপুর। গত দুই সপ্তাহের অধিক সময় ধরে নেই বৃষ্টি এই জেলায়। রোদ ও অতিরিক্ত তাপমাত্রায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ও কৃষকরা। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমনের চাষাবাদের কাজও শুরু করা যাচ্ছে না।

এই অবস্থায় বৃষ্টি কামনা করে দিনাজপুরের বোচাগঞ্জে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নামাজ শেষে সৃষ্টিকর্তার কাছে হাত তুলে প্রার্থনা করেছেন। চেয়েছেন বৃষ্টি।

শনিবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন বোচাগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু তাহের সিদ্দিকী। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা এই নামাজে একসঙ্গে এক হাজার ২০০ মানুষ অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন আয়োজকরা। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় বোচাগঞ্জ উপজেলা শাখা জাতীয় ইমাম সমিতি এই নামাজের আয়োজনের ঘোষণা দেন।

নামাজে অংশ নেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম, জাতীয় ইমাম সমিতি বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আব্দুল ওয়াহিদ শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে সেতাবগঞ্জ পৌর মেয়র আসলাম বলেন, দিনাজপুরসহ উত্তরাঞ্চলে তীব্র দাবদাহ চলছে। এই খরার কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কৃষকরা আবাদ করতে পারছেন না, শ্রমজীবীরা কাজে বের হতে পারছেন না। গাছপালা ও প্রাণিকুলেরও সমস্যা হচ্ছে। দিনাজপুর জেলার যেসব খাল ও বিল এই সময়ে পানিতে পরিপূর্ণ থাকতো সেগুলো আজ মরুভূমির মতো শুকিয়ে পড়েছে। তাই ইমাম সমিতির উদ্যোগে আজ এই নামাজের আয়োজন করা হয়েছে। আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য মোনাজাত করেছি।

ইমাম সমিতির সভাপতি আব্দুল জব্বার বলেন, অনাবৃষ্টির কারণে আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রৌদ্র আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই আমরা ইমাম সমিতির পক্ষ থেকে এই নামাজের আয়োজন করেছি। শুক্রবার এই নামাজের বিষয়ে সেতাবগঞ্জ পৌর শহরে মাইকিং করা হয়েছে। নামাজে প্রায় এক হাজার ২০০ জন মুসল্লি অংশ নিয়েছেন। নামাজে সবাই মহান আল্লাহর কাছে আবেদন জানিয়েছি যাতে করে একটু বৃষ্টি হয়। আমাদেরকে এই খরার হাত থেকে রক্ষা করেন।

নামাজে অংশ নেওয়া ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বলেন, আমার জীবনে আমি বহুবার বৃষ্টির জন্য নামাজ পড়েছি। কিন্তু গত কয়েক বছর এই নামাজের আয়োজন করার প্রয়োজন হয়নি, কারণ এমনিতেই বৃষ্টি হয়েছে। তবে এ বছর একেবারে অনাবৃষ্টি দেখা দিয়েছে। তাই ইমাম সমিতি এই নামাজের আয়োজন করেছে। আমিও এই নামাজে অংশগ্রহণ করেছি।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১১:০১)
  • ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
166
3255935
Total Visitors