1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
সড়কে ভূমিষ্ঠ হওয়া সেই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক - চ্যানেল দুর্জয়

সড়কে ভূমিষ্ঠ হওয়া সেই শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ত্রিশালে সড়কে ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে শিশুটির চিকিৎসা ও পরবর্তী ভরণপোষণের দায়িত্ব নেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি ওই শিশুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে গিয়ে শিশুটির চিকিৎসা খরচসহ ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য তার নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো বলেছি।’

এদিকে, ময়মনসিংহের ত্রিশালে সড়কে ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুর সুস্থ্য আছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাক-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর কোর্ট ভবন নামক স্থানে ট্রাক চাপায় ওই শিশুর বাবা ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকিরবাড়ী এলাকার জাহাঙ্গীর (৪২) তার মা রত্না বেগম (৩০) ও বোন সানজিদা (৬) ঘটনাস্থলেই নিহত হন। রত্না বেগমের গর্ভে থাকা ৮-৯ মাসের ওই শিশু পেট ফেটে ভূমিষ্ঠ হয়।

প্রতিবেশি শাহজাহান বলেন, ‘নবজাতক শিশুটিকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহের সিবিএমসিবি হাসপাতালে ভর্তি করি। সেখানে মেডিক্যাল অফিসার ডা. আরিফ আল নূরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। বর্তমানে শিশুটি সুস্থ্য আছে। তবে এক্সরে করার পর জানতে পারি, তার ডান হাতের দুটি অংশে ভেঙে গেছে। বড় ধরনের কোনো আঘাত নেই বললেই চলে।’

এদিকে মা, বাবা ও বোন হারানো নবজাতককে পালাবদল করে বুকের দুধ খাওয়াচ্ছেন ওই হাসপাতালে সন্তান প্রসব করা অন্যান্য প্রসূতি মায়েরা। শিশুটি ময়মনসিংহ নগরীর চরপাড়া লাবিব হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের চালক পলাতক রয়েছে। শিশুটি সুস্থ্য আছে। ট্রাকের চালককে আটকে অভিযান চলছে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১:৫১)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
110
3175497
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme