1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
তেলের দামের রেকর্ড বৃদ্ধিতে বিপাকে বাংলাদেশের মানুষ - চ্যানেল দুর্জয়
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছার মর্জাদ বাওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে চুল কাটা নিয়ে বাবার কাছে বকা খেয়ে ছেলের আত্মহত্যা ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা! রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর ‍মৃত্যু

তেলের দামের রেকর্ড বৃদ্ধিতে বিপাকে বাংলাদেশের মানুষ

  • প্রকাশিত : শনিবার, ৬ আগস্ট, ২০২২


এস সাগর: বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে একলাফে জ্বালানি তেলের দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশের সরকার৷ তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত সপ্তাহে একশো ডলারের নীচে নেমে এসেছে৷

বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দামরাতারাতি ৪২ দশমিক পাঁচ শতাংশ বাড়িয়ে প্রতি লিটার ১১৪ টাকা করা হয়েছে৷ পেট্রোলের দাম ৫১ দশমিক এক ছয় শতাংশ বেড়ে প্রতি লিটার ১৩০ টাকা হয়েছে৷ অকটেনের দাম বেড়েছে ৫১ দশমিক ছয়-আট শতাংশ৷ প্রতি লিটারে যার দাম পড়বে ১৩৫ টাকা৷ এর আগে বাংলাদেশে জ্বালানি তেলের দাম একবারে কখনোই এতটা বাড়ানো হয়নি৷

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মূল্যবৃদ্ধির ব্যাখ্যায় বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসান কমানো ও পাচার ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে বাস, ট্রাক, ভ্যানের ভাড়ায়৷ লঞ্চসহ নৌযানের ভাড়াও বাড়বে৷ সবমিলিয়ে পরোক্ষ প্রভাব পড়তে চলেছে একাধিক খাতে৷ যে সব পণ্য পরিবহণের মাধ্যমে বাজারে আসে, সেগুলিরও দাম বাড়বে৷ ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরো বাড়বে৷

শনিবার বাসের ভাড়া সমন্বয় করতে বিআরটিএর সঙ্গে পরিবহণ মালিকদের বৈঠকে বসার কথা রয়েছে৷ যদিও যাত্রী কল্যাণ সমিতি তেলের বাড়তি দাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে৷

বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ‘‘নতুন করে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা আমাদের বাস চালাব৷ কোনো বাস বন্ধ থাকবে না৷”

প্রায় শতভাগ জ্বালানি তেল আমদানি করা বাংলাদেশেরপরিবহণ খাতের ৯০ শতাংশ এবং বিদ্যুৎ উৎপাদনের ৩৪ শতাংশ তেল নির্ভর৷ দেশে ব্যবহৃত তেলের ৭০ শতাংশের বেশি ডিজেল৷ শুক্রবার সকালেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি ও বিদ্যুতের দামের সমন্বয় করতে হবে৷ এরপর রাতেই দাম বৃদ্ধির খবর আসে৷

দ্রব্যমূল্যের তুলনা: ২০০৯ বনাম ২০২১
চাল
কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর প্রতিদিন ওয়েবসাইটে বাংলাদেশের বিভিন্ন জেলার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রকাশ করে৷ এতে দেখা যাচ্ছে ২০০৯ সালের ১০ নভেম্বর ঢাকার এক বাজারে এক কেজি সরু বোরো চালের দাম ছিল ৩৪-৩৬ টাকা৷ ২০২১ সালের ১০ নভেম্বর একই বাজারে ঐ চালের দাম ছিল ৫৭-৭০ টাকা৷ মোটা বোরো চালের দাম ২০০৯ সালে ছিল ২১-২৩ টাকা৷ ২০২১ সালে ছিল ৪৪-৪৭ টাকা৷

২০২১ সালের ৩ নভেম্বরে সবশেষ জ্বালানি তেলের দাম বেড়েছিল বাংলাদেশে৷ ফের জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় জনসাধারণের নাভিশ্বাস উঠতে শুরু করেছে এরিমধ্যেই৷ গণমাধ্যমে তেলের দাম বাড়ার খবর আসার পরই ভিড় জমতে শুরু করেছিল রাজধানীর ফিলিং স্টেশনগুলিতে৷ ব্যক্তিগত গাড়ি সিএনজিতে চলার সুযোগ থাকলেও মোটর সাইকেল চালাতে অকটেন বা পেট্রোল লাগে৷

জ্বালানির দাম বাড়ানোর পর শনিবার সকাল থেকেই ঢাকার সড়কে গণপরিবহণ সংখ্যা কমে গেছে৷ রামপুরা, মৌচাক, মালিবাগ, কাকরাইল মোড়ে গণপরিবহনের জন্য মানুষের জটলা ছিল৷

এদিকে বাংলাদেশ এমন একসময়জ্বালানি তেলের দামবাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যখন বিশ্ববাজারে পণ্যটির দাম কমে ১০০ ডলারের নীচে এসেছে৷ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ দাম ছিল ৯৪.১২ ডলার এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমে এসেছে ৮৮.৫৪ ডলারে, যা গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন হামলার পর সর্বনিম্ন৷ ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলের পর জ্বালানি তেলের সাপ্তাহিক দামে সবচেয়ে বেশি পতন হয়েছে গত সপ্তাহে৷

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১১:৫৫)
  • ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
119
3257218
Total Visitors