1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক রাখবে না বিসিবি - চ্যানেল দুর্জয়

চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে সম্পর্ক রাখবে না বিসিবি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

দুর্জয় স্পোর্টস : অনলাইন বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপের দলেও রাখা হবে না সাকিবকে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার গণমাধ্যমে বলেছেন, বেটিং-সংক্রান্ত যেকোনো অনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা দেশের ক্রিকেটের আইনের বাইরে। এমনকি দেশের আইনেও নিষিদ্ধ।

তাই দ্রুত বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লিখিত চিঠিতে বিসিবিকে জানানোর কথা বলেছেন পাপন।

‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি, আজ সে জানাবে। আজ জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতটুকু বলে রাখছি, বেটিং-সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

সাকিবকে নিয়ে সিদ্ধান্তে অনড় বিসিবি। দেশের আইনে অনৈতিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ব্যপারে জিরো টলারেন্স নীতিতে হাঁটবে বিসিবি। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের উদাহরণ টেনে পাপন বলেন, ‘সাকিবের স্পন্সর নিয়ে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকেই যে অবস্থায় যা ছিল এখনও তাই আছে। যখন প্রথমে আমি আসি বিসিবিতে তখনই আমি বলেছিলাম এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে যেভাবেই এটা এক্সপ্লোর করুক। আমাদের কাছে কোনো সুযোগই নেই। যে কারণে তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।’

সাকিব আল হাসান বর্তমানে টেস্ট দলের নেতৃত্বে রয়েছেন। নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে টি-টোয়েন্টি দলেরও। কিন্তু বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে টেস্ট দলের নেতৃত্বও হারাতে হবে তাকে।

এ নিয়ে পাপন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না। বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না।’

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (বিকাল ৫:১৩)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
322
3178188
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme