1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
কুবির ইলিয়াস সমর্থিত নেতাদের উপর নতুন পদ প্রত্যাশীদের অতর্কিত হামলা - চ্যানেল দুর্জয়
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন
সদ্যপ্রাপ্ত :
চৌগাছার মর্জাদ বাওড়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে চুল কাটা নিয়ে বাবার কাছে বকা খেয়ে ছেলের আত্মহত্যা ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা! রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর ‍মৃত্যু

কুবির ইলিয়াস সমর্থিত নেতাদের উপর নতুন পদ প্রত্যাশীদের অতর্কিত হামলা

  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল বন্ধ ঘোষণা করায় বাড়িতে ফেরার পথে সর্বশেষ গঠিত কমিটির সভাপতি ইলিয়াস হোসেন সবুজের অনুসারীদের মারধর করার ঘটনা ঘটেছে। রোববার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ,বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহীর (২০১৫ সালে গঠিত কমিটি) অনুসারীরা তাদের মারধর করেছে।

জানা যায়, ছাত্রলীগের কমিটি বিলুপ্তির জেরে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সন্ধ্যা ৬ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। সন্ধ্যায় হল ত্যাগ করে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হয় ইলিয়াস হোসেনের অনুসারী কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগ সাবেক সভাপতি ইমরান হোসাইন। এসময় তার মাথায় আঘাত পেলে প্রক্টরিয়াল টিম তাকে হাসপাতালে পাঠায়। ইমরান হোসেন ছাত্রলীগের আগামী কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী। এর আগে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ আবির রায়হানকেও মারধর করা হয়। ভুক্তভোগীরা জানান, এসময় তাদের ফোন কেড়ে নিয়ে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে স্ট্যাটাস দিতে বাধ্য করা হয়। রেজা এ এলাহীর অনুসারী ও খালিদ সাইফুল্লাহ হত্যাকান্ডের ঘটনায় মূল অভিযুক্ত বিপ্লব চন্দ্র দাসের নেতৃর্ত্বে এই ঘটনা হয়েছে বলেও অভিযোগ তাদের।

প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা সিটি কলেজ এলাকায় অটোরিকশায় থাকা একজনের সাথে মোটরবাইকে থাকা দুইজনের ধস্তাধস্তি হয়। পরে ওই দুইজনহ আরও ৪-৫ জন মিলে অটোরিকশায় থাকা ব্যক্তিকে কিল ঘুষি মারতে থাকে। পরে তাকে পাশের গলির ভিতরে টেনে নিয়ে মারধর করে ফেলে চলে যায়।

এবিষয়ে ভুক্তভোগী ইমরান হোসাইন বলেন, সন্ধ্যায় আমি বাড়ি ফেরার পথে কোটবাড়ি এলাকায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফয়সালসহ কিছু স্থানীয় ছেলে আমাকে মারধর করে। এতে আমি মাথায় আঘাত পাই। এসময় বিপ্লব চন্দ্র দাস আমার ফোন কেড়ে নিয়ে আমার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেয়। কি দিছে আমি এখনো জানিনা। আমি ছাত্রলীগের পদ প্রত্যাশী হওয়ায় তারা আমাকে মারধর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মারধরের বিষয়টি অবগত এখন তারা ব্যবস্থা নিতে পারে।

আরেক ভুক্তভোগী আহমেদ আবির রায়হান জানান, আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে কোটবাড়ি এলাকায় গেলে বিপ্লব নামে একজন আমাকে তার বাইকে জোরপূর্বক উঠাতে চেষ্টা করে। কিন্তু আমি বাইকে উঠতে না চাইলে সে আমাকে হুমকি দেয়। পরে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার ফেসবুক আইডি থেকে একটা স্ট্যাটাস দেয়। আমাকে তাদের গ্রুপের গ্রুপের সাথে কাজ করতে বলে এবং ফোন ফেরত দেয়। পরে ঘটনাস্থল থেকে প্রক্টরিয়াল বডির গাড়ি আমাকে নিয়ে আসে।

এবিষয়ে জানতে অভিযুক্ত বিপ্লব চন্দ্র দাসের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) ওমর সিদ্দিকী বলেন, আমরা দুইটি ঘটনা জানতে পারি। সন্ধ্যায় এক শিক্ষার্থীকে কোটবাড়িতে মারধরের কথা শুনতে পেয়ে সেখানে গিয়ে তাকে নিয়ে আসি। পরে ইমরানকে মারধরের ঘটনা শুনে তাকে দেখতে আসি। এখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। তবে ঘটনাস্থলে কাউকে চিহ্নিত করতে পারেনি দাবি করে তিনি বলেন, আমি ফিন্যান্স বিভাগের ছাত্র ইকবালের (রেজা এলাহী অনুসারী) কাছে ঘটনাটি জানতে পেরে সেখানে যায়। তবে কাউকে আমি চিনি না।

এ ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা নিবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকলে আমরা ব্যবস্থা নিব। তবে বহিরাগত থাকলে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ঘটনা শুনে সেখানে যায়। আগে থেকে আমাদের মোবাইল টিম রেডি ছিল। ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিমের সাথে আমাদের সদস্যরা সেখানে যান। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নিব।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ৮:১৮)
  • ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
183
3255683
Total Visitors