1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
মেসিদের হারিয়ে জার্মানির কৃতিত্বে ভাগ বসানোর অপেক্ষায় ক্রোয়েশিয়া - চ্যানেল দুর্জয়

মেসিদের হারিয়ে জার্মানির কৃতিত্বে ভাগ বসানোর অপেক্ষায় ক্রোয়েশিয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

দুর্জয় ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে বাড়ি পাঠানোর পর এবার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ক্রোয়েশিয়া। মেসিদের হারাতে পারলেই ফাইনাল নিশ্চিতের পাশাপাশি জার্মানির কৃতিত্বে ভাগ বসানো হবে ক্রোয়াটদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় দোহার লুসাইল স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

এদিকে একই বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর কীর্তি রয়েছে কেবল জার্মানির। ২০১৪ সালের বিশ্বকাপে সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল তারা। এরপর ফাইনালে ১-০ গোলে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ট্রফি তুলে নেয় দলটি। এবার কাতার বিশ্বকাপে ক্রোয়াটদের সামনে রয়েছে জার্মানদের কৃতিত্বে ছুঁয়ে ফেলার সুযোগ।

এ ছাড়া আরও একটি অর্জন ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ার। টানা দুইবার বিশ্বকাপের ফাইনাল খেলার নজির আছে ইউরোপের মাত্র তিনটি দলের। এগুলো হলো ইতালি (১৯৩৪, ১৯৩৮), নেদারল্যান্ডস (১৯৭৪, ১৯৭৮) ও জার্মানি (১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০)। চতুর্থ দল হিসেবে সেই তালিকায় যুক্ত হতে পারে জ্লাৎকো দালিচের দল।

এর আগে, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সাক্ষাত হয় আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। গ্রুপপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়াটরা। এবারও কি মেসিদের ভাগ্যে একই পরিণতি রয়েছে নাকি নতুন কোনো চমক রয়েছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে রাত ১টার ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ১১:৪৪)
  • ৮ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৯শে জিলকদ ১৪৪৪ হিজরি
  • ২৫শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Published Date:26 jun (10:00 Pm)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
247
1692111
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme