1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
চলতি বছর বিশ্বের এক তৃতীয়াংশে আঘাত হানবে মন্দা: আইএমএফ প্রধান - চ্যানেল দুর্জয়
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

চলতি বছর বিশ্বের এক তৃতীয়াংশে আঘাত হানবে মন্দা: আইএমএফ প্রধান

  • প্রকাশিত : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা

দুর্জয় আন্তর্জাতিক : বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ এই বছর মন্দার মধ্যে পড়বে বলে সতর্ক করেছেন আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। এছাড়াও ২০২৩ সাল গত বছরের তুলনায় আরও কঠিন হবে বলে আশঙ্কা করছেন তিনি।

রোববার সিবিএস নিউজ প্রোগ্রাম ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এই ভয়ঙ্কর বক্তব্য দিয়েছেন আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

জর্জিয়েভা বলেন, বিশ্ব এমন এক পরিস্থিতিতে দাড়িয়ে আছে যখন ইউক্রেনের চলমান সংঘাত ১০ মাসেরও বেশি সময় ধরে চলেছে এবং এটি শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। অন্যদিকে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং চীনে করোনভাইরাস সংক্রমণের বৃদ্ধি দেখা যাচ্ছে। এই সকল কিছ ইঙ্গিত করে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়বে বলে আশা করছি।

জর্জিয়েভা আরও বলেন, ২০২৩ সালটি গত বছরের চেয়ে কঠিন হবে কারণ যুক্তরাষ্ট্র, ইইউ এবং চীনের অর্থনীতি ধীর হয়ে যাবে। এমনকি যে দেশগুলোতে মন্দা নেই, সেখানেও কয়েক কোটি মানুষের জন্য মন্দার মতো মনে হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তিনি ব্যাখ্যা করেছেন, বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ২০২১ সালে ৬ শতাংশ থেকে ২০২২ সালে ৩.২ শতাংশ এবং ২০২৩ সালে ২.৭ শতাংশে ধীর হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে ৷ এটি বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং কোভিড-১৯ মহামারীর তীব্র পর্যায় ব্যতীত ২০০১ সালের পর থেকে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধির রেকর্ড৷

এদিকে আগামী কয়েক মাস চীনের জন্য কঠিন হবে, কারণ করোনা ব্যাপক সংক্রমণ দেশটির প্রবৃদ্ধির ধীরগতি বাধ্য করবে। একই সঙ্গে এশিয়া অঞ্চলের বৈশ্বিক প্রবৃদ্ধিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে সর্তক করেছেন জর্জিয়েভা।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (সন্ধ্যা ৬:৩৩)
  • ২৪শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
165
3268042
Total Visitors