1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
নির্বাচনের বছরে অনেক অপতৎপরতা ঘটবে : ডিবি প্রধান - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

নির্বাচনের বছরে অনেক অপতৎপরতা ঘটবে : ডিবি প্রধান

  • প্রকাশিত : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩

ঢাকা অফিস : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নির্বাচনের বছরে অনেক অপতৎপরতা ঘটবে। জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

শনিবার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের আলী আহমদ চুনকা পাঠাগারে জাতীয় সাপ্তাহিক বিষের বাঁশীর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, আমাদের বর্তমান সরকারের অর্জন ও উন্নয়ন মিডিয়ার পক্ষেই তুলে ধরা সম্ভব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না। তবে ভালো কাজ করতে গিয়ে পুলিশের ওপর যদি হামলা হয়, সেটা আমাদের প্রতিহত করতে হয়। আমরা সে কাজটাই করছি।

ডিবি প্রধান বলেন, চলতি বছরটা খুব গুরুত্বপূর্ণ। একাত্তরের পরাজিত চক্র যারা পঁচাত্তর ঘটিয়েছিল। সেই চক্রটি এখনও শেষ হয়নি। তারা সুযোগ পেলেই ককটেল ফোটাচ্ছে, মানুষের জান মালের ক্ষতি করছে।

তিনি বলেন, পুলিশ মার খেলে বলে সাহস নেই। আবার প্রতিহত করলে বলে পুলিশ খারাপ আচরণ করেছে। কোনো কাজেরই মূল্যায়ন পুলিশ পায় না। তবে জঙ্গিবাদ নির্মূলসহ নানারকম কাজ আমরা করছি। ভালো কথা কেউ বলে না। কিন্তু কোথাও আমরা কোনো ভুল করলেই সেটা দেখানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, বিশের বাঁশীর সম্পাদক সুভাস সাহা প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৩:২৭)
  • ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
119
3269343
Total Visitors