1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
‘‌কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়’‌, দিদির দূতদের পাশে দাঁড়ালেন স্বয়ং দিদিই - চ্যানেল দুর্জয়

‘‌কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়’‌, দিদির দূতদের পাশে দাঁড়ালেন স্বয়ং দিদিই

  • প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩

দুর্জয় ওয়েব ডেস্ক : জনতার সুবিধা–অসুবিধার কথা জানতে জেলায় জেলায় ঘুরছেন ‘দিদির দূত’রা। তাঁদেরকে পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে। কোথাও তাঁদের গাড়ি আটকে, কোথাও বা মুখোমুখি দাঁড়িয়ে নালিশ জানাচ্ছেন আমজনতা। এই নিয়ে আজ, সোমবার জনপ্রতিনিধিদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দিলেন বার্তা অন্যদিকে দিলেন কড়া জবাব।
পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে জনগণের দুয়ারে যাচ্ছে দিদির দূত। সেখানে নেতা–মন্ত্রী থেকে সাংসদরা জেলায় জেলায় যাচ্ছেন। আর তাঁদের অভাব–অভিযোগ জানাচ্ছেন গ্রামীণ মানুষজন। কোথাও কোথাও সেটা ঘিরে ধরে করা হচ্ছে। বিরোধীরা এটাকেই বিক্ষোভ বলে চাউর করতে চাইছেন। এবার গোটা বিষয়টি নিয়ে নেতাজির জন্মজয়ন্তীর দিনে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে দিলেন বার্তা অন্যদিকে দিলেন কড়া জবাব।

আরও পড়ুন : রাগ কে বাগে আনবেন কীভাবে ?

ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?‌ জনতার সুবিধা–অসুবিধার কথা জানতে জেলায় জেলায় ঘুরছেন ‘দিদির দূত’রা। তাঁদেরকে পড়তে হচ্ছে বিক্ষোভের মুখে। কোথাও তাঁদের গাড়ি আটকে, কোথাও বা মুখোমুখি দাঁড়িয়ে নালিশ জানাচ্ছেন আমজনতা। এই নিয়ে আজ, সোমবার জনপ্রতিনিধিদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌এসব ঘটনাকে বিক্ষোভ বলবেন না। মানুষ কথা বলছেন। তাঁরা কথা বলুন, এটাই আমরা চাই। মানুষের বলার তো জায়গা চাই। কেউ কিছু বলা মানেই বিক্ষোভ নয়।’‌

কড়া জবাব কী দিয়েছেন মুখ্যমন্ত্রী?‌ এদিন রেড রোড থেকে বিজেপিকে কড়া জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেছেন তিনি। তাঁর কড়া জবাব, ‘‌আমার সমালোচক বন্ধু থাকবে না, এটা ভাবার দরকার নেই। আমি রাস্তা দিয়ে গেলে কেউ কিছু বলতেই পারেন। এটা বিক্ষোভ ভাববেন না। মানুষ ক্ষোভ উগরে দিল। বলার তো জায়গা চাই।’‌ যদিও শতাব্দী রায়, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিকরা ঘুরছেন নিজেদের এলাকায় এবং বিক্ষোভের মুখে পড়েছেন। বীরভূমে শতাব্দী রায় যেখানেই যাচ্ছেন, সেখানেই কার্যত তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন।

এদিকে মালদার বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি গ্রামে ‘দিদির দূত’ কর্মসূচি ছিল। জনসভাও করার কথা ছিল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। কিন্তু, সেই সভা বয়কট করার ডাক দেন এলাকাবাসী। অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাধিপতি –সহ জেলা পরিষদের সদস্যরা সাট্টারি গ্রামে ঢুকলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। আর নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌মানুষ নিজেদের কথা নিজেরাই বলছেন। আমরা চাই, তাঁরা কথা বলুন। সমস্যার কথা আমাদের জানা দরকার। তবেই তা কাজ করা যাবে আরও বেশি।’‌

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (ভোর ৫:৫১)
  • ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৯ই রমজান ১৪৪৪ হিজরি
  • ১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
Published Date:26 jun (10:00 Pm)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
289
1570778
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme