1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
লাইজু জামান বাদ, যশোর মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি - চ্যানেল দুর্জয়

লাইজু জামান বাদ, যশোর মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি

  • প্রকাশিত : বুধবার, ২২ মার্চ, ২০২৩
লাইজু জামান ও জ্যোৎন্সা আরা মিলি


দুর্জয় ডেস্ক : জাতীয় মহিলা সংস্থা যশোরের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা মিলি। তার সাথে নিয়োগ পেয়েছেন ৪ নারী নেত্রী। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২১ মার্চ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলিপ কুমার নাথ স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানানো হয়েছে। এর আগে প্রায় এক যুগ ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান। দায়িত্ব থাকাকালে লাইজু জামানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দেয় জেলা মহিলা আওয়ামী লীগের তৎকালীন কমিটির নেতাকর্মীরা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ সালের ৯ নং আইনের ১০ ধারায় ৩ উপধারা মোতাবেক জেলা প্রশাসন যশোরের সুপারিশে চেয়ারম্যানসহ পাঁচ সদস্যকে মনোনীত করা হয়েছে। এতে চেয়ারম্যান করা হয়েছে জ্যোৎ¯œা আরা মিলিকে। আর সদস্য হলেন অ্যাডভোকেট জেসমিন বানু, মাজেদা পারভীন, রোজীনা আক্তার ও নাজমুন নাহার। কমিটির মনোনীত চেয়ারম্যান ও সদস্যরা চলতি বছরের ২১ মার্চ থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে শর্ত মতে, কোন কারণ দর্শানো ব্যতিরেকে তাদের পদ থেকে অপসারণ করতে পারবে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, লাইজু জামান ২০০৯ সালের অক্টেবর মাসে সংস্থাটির যশোরের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। নতুন নিয়োগের বিষয়ে জানতে চাইলে লাইজু জামান বলেন, নতুন একজনকে নিয়োগের বিষয়ে শুনেছি। তবে আমি কোন চিঠি পায়নি। আমি দায়িত্ব থাকাকালীন ভালোভাবে কাজ করেছি। নতুন যিনি দায়িত্ব পেয়েছেন আশা করি ভালোভাবেই দায়িত্ব পালন করবেন। এতো বছর দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন করতে তিনি বলেন, ‘এসব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই।’ আর নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান জ্যোৎন্সা আরা মিলি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য মনে করায় আমাকে আগামী দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন। আশা করি সুনামের সঙ্গে কাজ করবো।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১২:৫৭)
  • ৯ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলকদ ১৪৪৪ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Published Date:26 jun (10:00 Pm)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
244
1692373
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme