1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ: এমপি নাবিল আহমেদ - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
সদ্যপ্রাপ্ত :
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গায়ক পাগল হাসান মারা গেছেন বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: ওবায়দুল কাদের লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১২ তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে চুল কাটা নিয়ে বাবার কাছে বকা খেয়ে ছেলের আত্মহত্যা ডাক্তারের অভাবে হুমকির মুখে চৌগাছা হাসপাতালের চিকিৎসাসেবা! রাজধানীতে অতিরিক্ত মদপানে শিক্ষার্থীর ‍মৃত্যু ‘ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয়, এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ’

বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার কাছেই নিরাপদ: এমপি নাবিল আহমেদ

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ছাকিন হোসেন: মহান স্বাধীনতা দিবসে যশোরে বিশাল জনসভায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র শেখ হাসিনার কাছে নিরাপদ। বিএনপির-জামায়াত সব সময় বাংলার শত্রু। বিএনপি-জামায়াত কখনো বাংলার মানুষের ভাল চায় না। তাদের কাছে বাংলাদেশের চেয়ে পাকিন্তান ভাল। ওই অপশক্তিকারী নিত্যনতুন ফর্মালায় তৎপর হচ্ছে। ওদের বিষদাঁত চিরতরে ধ্বংস করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতি পড়া-মহল্লায় ওদের প্রতিহত করতে হবে। সেইসাথে নিজেদের মধ্যে ঘাপটি মেরে থাকা শক্তিদের চিরতরে নিঃশেষ করতে হবে।

রবিবার (২৬ মার্চ) যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামেন জাতীয় শ্রমিকলীগ যশোর জেলা শাখা এই জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে মানুষের জীবন-জীবিকা উভয় আজ নিরাপদ। পাশ্ববর্তী দেশগুলো থেকে বাংলাদেশের অবস্থান অনেক ভাল। বিএনপি-জামায়াতের অপপ্রচারে কেউ কান দেবেন না। দেশে কোনো সংকট নেই। খাদ্য, বৈদেশিক মুদ্রা, জ্বালানি তেলের যথেষ্ট রিজার্ভ রয়েছে। অর্থনীতিতে বিপ্লব ঘটেছে। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক কেন্দ্র, কালনা সেতু দেশের উন্নয়নের ফসল। বিশ্ব নেতারা বলতে শুরু করেছেন উন্নয়ন দেখতে এখন বাংলাদেশে যাও। দেশের ভাবমূর্তি ধরে রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সেতারা বেগম, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা যুবলীগের দফতর সম্পাদক হাফিজুর রহমান, জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক শাহীন মাহমুদ ও প্রচার সম্পাদক চাঁন মিয়া প্রমুখ।জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল, চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান দাউদ হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, শহর আওয়ামী লীগ নেতা শাহজান কবির শিপলু, পৌর কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন প্রমুখ।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ১১:২৬)
  • ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
130
3251002
Total Visitors