1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যুক্তরাষ্ট্রে বাড়িতে এলোপাতাড়ি গুলি, নারী-শিশুসহ নিহত ৫ - চ্যানেল দুর্জয়

যুক্তরাষ্ট্রে বাড়িতে এলোপাতাড়ি গুলি, নারী-শিশুসহ নিহত ৫

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) রাতে টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ড শহরের একটি বাড়িতে এ হামলা চালান সন্দেহভাজন এক ব্যক্তি। শনিবার (২৯ এপ্রিল) এসব তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্থানীয় পুলিশ বলছে, হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছেন। শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে এ হামলা চালানো হয়। পরে একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে আসেন সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফ কার্যালয়ের কর্মকর্তারা।

পুলিশ আরও জানায়, তারা এসে ঘটনাস্থলে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। সিএনএনর প্রতিবেদন অনুযায়ী গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা যায়।

ক্লিভলেন্ড শহর কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলেও ধারণা কর্মকর্তাদের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এ ঘটনায় নিহতদের সবার বয়স আট থেকে ৪০ বছরের মধ্যে।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (রাত ১:৪১)
  • ৯ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে জিলকদ ১৪৪৪ হিজরি
  • ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Published Date:26 jun (10:00 Pm)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
233
1692525
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme