জুবায়ের আহমেদ : সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৬ মে) রাতে দলীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ।
এই বিষয়ে নুরুল হক নুর বলেন, এখন থেকে আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে থাকব না। আজ আমাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে, চলমান যুগপৎ আন্দোলনে স্বতন্ত্রভাবে কর্মসূচি পালন করব।