1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
দিনভর তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি - চ্যানেল দুর্জয়
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

দিনভর তাপদাহের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

দিনভর রাজধানীতে ছিল অসহনীয় গরম। তাপদাহে যখন দুর্বিসহ অবস্থা, এর মধ্যেই সন্ধ্যা থেকে আকাশ মেঘলা হয়ে আসে। এরপর রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকায় শুরু হয় ধুলিঝড়। এরপর বইতে শুরু করে কালবৈশাখী ঝড়। মুষলধারে পড়ছে বৃষ্টি। প্রায় আধা ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর পথঘাট ভিজে একাকার।

এদিকে আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, সামনে বর্ষাকাল। তার আগেই এই ধরনের রোদ-বৃষ্টির আবহাওয়া খুবই স্বাভাবিক। মৌসুমী বায়ু আসার আগে আগের সময় এই ধরনের আবহাওয়া বিরাজ করে। কোথাও কালবৈশাখী হয়ে তাপমাত্রা কমে যায়। আবার কোথাও দিনভর কড়া রোদে পুড়ছে সব। এই আবহাওয়া চলতি সপ্তাহের পুরোটা জুড়েই থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমুহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (রাত ৮:২৮)
  • ২৫শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই শাওয়াল ১৪৪৫ হিজরি
  • ১২ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
187
3272020
Total Visitors