1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ সম্পাদক মিলন - চ্যানেল দুর্জয়

ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ সম্পাদক মিলন

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩

দুর্জয় ডেস্ক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে গোপীনাথ দাস সভাপতি ও এমআর খান মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু ও ইমরান হাসান টুটুলকে পরাজিত করে জয় লাভ করেন তারা।

নির্বাচন কমিশনের সদস্য সচিব এসএম তৌহিদুর রহমান জানান, সংগঠনের ২৪ সদস্যের সবাই ভোট দেন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কনফারেন্স রুমে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

সভাপতি পদে নির্বাচনে গোপীনাথ দাস ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গালিব হাসান পিল্টু পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে এমআর খান মিলন ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হাসান টুটুল পান ৬ ভোট। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে হাসফিকুর রহমান পরাগ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলী মোর্তুজা সিদ্দিকী শ্যামল পেয়েছেন ১০ ভোট। নির্বাহী সদস্য পদে সাজ্জাদুল কবীর মিটন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হানিফ ডাকুয়া পেয়েছেন ১১ ভোট। এর আগে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনজন। সহ-সভাপতি পদে আইয়ুব হোসেন মনা, কোষাধাক্ষ্য পদে সামছুজ্জামান স্বজন ও দপ্তর সম্পাদক পদে দাউদ হোসেন।

নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও সম্পাদক যথাক্রমে জাহিদ হাসান টুকুন ও এসএম তৌহিদুর রহমান।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন চ্যানেল দুর্জয় সম্পাদক আসাদুজ্জামান নুর, মানবসম্পদ বিভাগের প্রধান রিপন হোসন গাজী, বার্তা সম্পাদক রায়হান হোসেন সহ দুর্জয় পরিবার।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার (সন্ধ্যা ৭:২৩)
  • ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
323
3178658
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme