খুলনার নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেলাল মাহমুদ শরীফ।
বৃহস্পতিবার (৮ জুন) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
এছাড়া বাংলাদেশ মৎস্য ও উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কাজী আশরাফ উদ্দিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির পর অবসর গমনের সুবিধার্থে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।