নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি’র সরকার পতন আন্দোলন রাজপথে মোকাবেলা করার লক্ষ্যে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আট দিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অংশ নিতে দুপুর থেকেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আসতে শুরু করে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বিকেল পাঁচটার পর।