যশোর ঝুমঝুমপুরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে জখম কিশোর সিয়াম (১৭) ফের অসুস্থ হয়ে পড়েছে। ছুরিকাঘাতে ক্ষতস্থানে পচন দেখা দেয়ায় তাকে যশোর আড়াইশ বেড হাসপাতালে অস্ত্রপচারের পর তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সে শহরের বারান্দী মোল্লাপাড়ার ফিরোজ মাহমুদের ছেলে।
জানা যায়-গত ৩১ অক্টোবর দুপুর ২টার দিকে ঝুমঝুমপুর বটতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সিয়াম মাহমুদ (১৭) ছুরিকাঘাতে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্য ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার সাকিব (১৮)। প্রাপ্ত তথ্যমতে-সাকিব এরআগে বারান্দীমোল্লাপাড়া কবরস্থান এলাকার খায়রুল পারভেজ বিপ্লবের ছেলে ইয়ামিনকে (১৬) চাকু মেরে রক্তাক্ত জখম করে। ওই বিরোধে সিয়ামকে হত্যার চেষ্টা চালায় সাকিব। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে সিয়ামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা আহত সিয়াম হাসপাতাল ছাড়পত্রও দেয়। সে শঙ্কামুক্ত বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
দু’একদিন পর সিয়ামের ক্ষতস্থানে পচন ধরে। এ অবস্থায় গত বৃহস্পতিবার তার পরিবার ফের হাসপাতালে ভর্তি করেন। পরে ক্ষতস্থানে অস্ত্রপচার করেন চিকিৎসকরা। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য সাকিবসহ তার সহযোগী দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।