দুর্জয় নিউজ ডেস্ক : বিএনপির ডাকা ৩ দিনের অবরোধের শেষ দিনে যশোরে মনিহারের সামনে বিআরটিসির একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১৬৭৮৮) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা কাউকে অগ্নি সংযোগ করতে না দেখলেও যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা হারুন অর রশিদ ফুলুর দাবি বিএনপির নেতা কর্মীরা অবরোধের সমর্থনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটিয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়।
যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ ফুলু জানান, বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে মণিহার এলাকায় যাতে কোনো নাশকতা না হয় সেদিকে শ্রমিক কড়া অবস্থান ছিল। এ কারণে যশোরে অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। এজন্য মরিয়া হয়ে বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াত ক্যাডাররা এ ঘটনা ঘটাতে পারে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, তারা বাসের চালক হেলপারসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যারা এই নাশকতার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ, ডিবি, র্যাব সবাই একযোগে কাজ শুরু করেছে। দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।