সকিন হোসেন: যশোর শহরের চুড়িপট্টিতে রাত ৮টার দিকে একটি দোকানোর কর্মী খুন হয়েছেন। নিহতের নাম বড় রাজিব ওরফে সাজেদ (১৭)। সে ঝুমঝুমপুরে ফতেপুর ইউনিয়নের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে।
ভিডিও দেখুন : এখানে টাচ করুন
স্থানীরা জানান-আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টায় শহরের জনবহুল এলাকা চুড়িপট্টিতে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত একটি দোকানের বিক্রয়কর্মী বড় রাজিব ওরফে সাজেদ (১৭) কে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। দ্রুত তাকে হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের দেখা যাচ্ছে। পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জন অজ্ঞাত সন্ত্রাসী ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চিকিৎসকের দাবি-হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।