নিজস্ব প্রতিবেদক: সম্মেলনের তিন মাস পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিগত কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠু আর সাধারণ সম্পাদক করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এস এম নিয়ামত উল্লাহকে। বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই কমিটি আগামি তিন বছরে জন্য অনুমোদন দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান মিঠুও।
দীর্ঘ দেড় যুগ পর চলতি বছরের ১২ জুলাই অনুষ্ঠিত হয় যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে কোন কমিটি দেয়া হয়নি। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি নির্বাচন কিংবা কমিটি ঘোষণা না করেই চলে যান কেন্দ্রীয় নেতারা। প্রত্যাশা ছিল সম্মেলনে কমিটি ঘোষণার। সবশেষে সম্মেলনের তিন মাস পর যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ পেলো সভাপতি ও সাধারণ সম্পাদক।