1. admin@channeldurjoy.com : admin : Salahuddin Sagor
  2. news.channeldurjoy@gmail.com : Editor :
যশোরে সিসিটিভি ফুটেজে ৫ খুনি শনাক্ত,রক্তমাখা চাকুসহ ২জন গ্রেপ্তার - চ্যানেল দুর্জয়

যশোরে সিসিটিভি ফুটেজে ৫ খুনি শনাক্ত,রক্তমাখা চাকুসহ ২জন গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার: যশোরের চুড়িপট্টিতে স্কুলছাত্র ও দোকানকর্মী রাজিম হাসান ওরফে সাজেদ (১৭) হত্যাকান্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত হওয়া ৫ দুর্বৃত্তের মধ্যে হত্যা মিশনের দুই জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে পূর্ববারান্দীপাড়ার রাইজের ছেলে রায়হান (২০) ও ঝুমঝুমপুর চান্দের মোড়ের আবু বক্কর সিদ্দিকীর ছেলে রায়েব সিদ্দিক (১৭)। শনাক্ত হওয়া পলাতক অন্যরা হচ্ছে পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়ার ইয়াসিনের ছেলে পায়েল (১৯), চাকমা বিপ্লবের ছেলে ইয়ামিন (১৯), রুস্তমের ছেলে শিমুল (২৫)। হত্যা মিশন সদস্য রায়হানকে ঘটনার রাতেই ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আটক করা হয়। তাকে নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনার সময় ব্যবহৃত রক্তমাখা চাকু সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। হত্যা মিশন সদস্য রায়েব সিদ্দিককে ১০ নভেম্বর রাত টায় ঘোপ সেন্ট্রাল রোড থেকে আটক করা হয়। হত্যাকান্ডের ঘটনায় উপরে উল্লেখিত ৫ জনের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে নিহতের পরিবারে পক্ষে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র ও চুড়িপট্টি এলাকার ভাই ভাই হোশিয়ারির কর্মী রাজিম হোসেনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শহরের চুড়িপট্টি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ডেকে তারই পূর্ব পরিচিত ৫/৬ জনের চিহ্নিত উঠতি দুর্বৃত্ত দল এই হত্যাকান্ডর ঘটনাটি ঘটায়। ওই রাতেই আশপাশের বাসা ও দোকানের সিসিটিভি ফুটেজে হত্যাকান্ডের দৃশ্য ভাইরাল হয়ে যায়। দেখা যায় ৫/৬ জনে ধাওয়া করে তাকে ছুরিকাঘাত করছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার রাতেই স্থানীয় সূত্র থেকে পুলিশ প্রাথমিক তথ্য পায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় ৬/৭ জনের উঠতি দুর্বৃত্ত চুড়িপট্টির দোকানে এসে রাজিমকে ডেকে নিয়ে যায়। প্রথমে বাকবিতন্ডা ও পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রাজিম ওরফে সাজেদকে তার পূর্ব পরিচিত পায়েল, ইয়ামিন, রায়হানসহ ৬/৭ জনের একটি গ্রুপ হত্যাকান্ড ঘটিয়ে চলে যায় বলেও তথ্য দেয়া হয়।

ওই তথ্যে ও সিসিটিভি ফুটেজ নিয়ে মাঠে নামে যশোর কেতোয়ালি থানা পুলিশ ছাড়াও আরো কয়েকটি আইনপ্রয়োগকারী সংস্থার টিম। সিসিটিভির ফুটেজে রাতেই শনাক্ত হয়ে পড়ে হত্যায় জড়িতরা। নিহতের পরিবারের সদস্যদের সাথে ও ঘটনাস্থল এলাকার লোকজনের সাথে কথা বলে শুরু হয় জড়িতদের শনাক্ত ও আটক অভিযান। জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যমতে, এ ঘটনায় গত পরশু রাতে রায়হানকে ও গতকাল রাতে রায়েবকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শুক্রবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, চুড়িপট্টি এলাকায় রাজিম হোসেন হত্যাকান্ডে জড়িত ৫ জনই শনাক্ত হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। অন্যদের আটেকে অভিযান চলছে। ঘটনার পেছনে কেউ থাকলে তাকেও আটকের আওতায় আনা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষে মামলা দেয়া হয়েছে ৫ জনের নাম উল্লেখ করে। ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে, নিহতের বাবা বাদল খান ও বড় ভাই হাফিজুর রহমান ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। রাজিম অসৎ সঙ্গ ত্যাগ করে দোকানের কাজে ও ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পড়াশুনায় মনোনিবেশ করেছিল। তারা ভেবেছিলেন এখন নিরাপদে থাকবে রাজিম। কিন্তু দুর্বৃত্তরা তাকে প্রাণে মেরে ফেললো।
এদিকে একের পর এক উঠতি দুর্বৃত্তের হাতে যুবক ও কিশোর খুন হওয়ার ঘটনায় চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে।

এই বিভাগের আরো সংবাদ

আজকের দিন-তারিখ

  • বুধবার (দুপুর ২:০৯)
  • ৬ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
  • ২১শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল)

এই মুহুর্তে সরাসরি সংযুক্ত আছেন

Live visitors
50
2285540
Total Visitors

©All rights reserved © 2020 Channel Durjoyচ্যানেল দুর্জয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটি অনলাইন স্বাধীন গণমাধ্যাম, চ্যানেল দুর্জয়ের প্রতিনিধির নিকট থেকে শুধু তার প্রেরিত সংবাদ গ্রহণ করা হয়, সংশ্লিষ্ঠ প্রতিনিধি যদি সমাজ/রাষ্ট্রবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাঁর দ্বায় দুর্জয় কর্তৃপক্ষ বহণ করবেনা
Customized BY NewsTheme