চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে যশোরের চৌগাছায় আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) বিকালে পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এ কর্মসূচীতে অর্ধশতাধিক মোটরসাইকেলসহ প্রায় দেড়শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোডাউনে নেতৃত্ব দেন পাশাপোল ১ং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সদস্য আমিরুল ইসলাম। পাশাপোল বাজার হতে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাড়িয়ালী গ্রামে এসে শোডাউনের সমাপ্তি ঘটে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব চন্দ্র রায়, শাহাবুদ্দিন (বুদো), মিজান মোল্লা, ইমামুল হোসেন, শাহাবুদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহিদ হাসান, সাবেক ইউপি সদস্য আল-আমীন হোসেন, আওয়ামীল নেতা চঞ্চল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান বাপ্পি, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, যুবলীগ নেতা লিমন হোসেন, ছাত্রনেতা মাজিদুল ইসলাম, আলিমুল ইসলাম, শাহাবুদ্দিন হোসেন প্রমুখ।