নিজস্ব প্রতিবেদকঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন ব্যর্থ প্রচেষ্টা। জনগণ এটি গ্রহণ করবে না। তিনি বলেন, ভারতীয় মশলা ছাড়া আমাদের চলে না। মঙ্গলবার (১৪ মে) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি খড়-কুটো ধরে বাঁচতে চায়। এটি তাদের জন্য খুব ভালো কিছু হবে না। গরম কমে গেলে আন্দোলন, কোরবানির ঈদের পরে আন্দোলন এসব বলেই তো ১৫ বছর কেটে গেল। কবে হবে তাদের আন্দোলন? নেতাকর্মীরা যেন হতাশ না হয় সেজন্য আন্দোলনের চেষ্টা তাদের। তবে সম্প্রতি তাদের দুটো আন্দোলন ফ্লপ হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে ইলেকট্রিক গাড়ি আনার চেষ্টা চলছে। সিঙ্গেল ডেকার বাস আনা হবে ইলেকট্রিক। দেশের পরিবহন খাত ভালো হবে ইলেকট্রিক গাড়ি আনলে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের প্রয়োজনেই এসেছেন, আমরা দাওয়াত করে আনিনি। লু একজন মন্ত্রীও না, তিনি একজন সহকারী মন্ত্রী। তাকে নিয়ে এতো মাতামাতি কেন? তিনি বলেন, ভিসানীতি, ও স্যাংশনের বিষয়ে তারা পরোয়া করেন না।