নিজস্ব প্রতিবেদকঃ
সড়কে দুর্ঘটনা রোধে আজ বৃহস্পতিবার (১৬ মে) থেকে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। তবে এখনও বেশিরভাগ পেট্রোল পাম্প বা ফুয়েল স্টেশনগুলোয় পৌঁছায়নি সেই নির্দেশনা।
সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে এই নির্দেশনার কিছুই দেখা যায়নি। তারা জানান, সরকার থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সাইনবোর্ড বা স্টিকার টাঙানো হয়নি। তবে, আগে থেকেই হেলমেটহীন চালকদের তেল দেয়া হয় না, এমনটা জানিয়েছেন তারা।
এছাড়া, এই নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকে রাজধানীর কোথাও প্রশাসনিক তৎপরতাও দেখা যায়নি। গতকাল বুধবার রাজধানীতে বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
একইসাথে রাজধানী ও ২২টি মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের ঘোষণাও দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে ব্যাটারি চালিত অটোরিক্সা।