রায়হান হোসেন, চৌগাছাঃ
আগামী ২১ মে মঙ্গলবার দ্বিতীয় ধাপে যশোরের চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনটি পদের বিপরীতে আওয়ামী লীগের নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইতিমধ্যে (১৮ মে) এক পরিপত্রে জেলা রিটার্নিং অফিসার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান (আনারস) ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) উপজেলা চেয়ারম্যান পদে, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার (সিলিং ফ্যান), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি (কলস), যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খানম (হাঁস), যুব মহিলা লীগের নেত্রী কামরুন্নাহার শাহিন (ফুটবল) ও ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আতিয়ার রহমানের স্ত্রী রিপা ইসলাম (প্রজাপতি) মার্কায় ভাইস চেয়ারম্যান (নারী) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমানের আনারস মার্কার পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবায়দুল ইসলাম সবুজসহ উপজেলা আওয়ামী লীগের একাংশ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারন সম্পাদক ও ২ জন ইউনিয়ন চেয়ারম্যান প্রচারনা চালাচ্ছেন। অন্যদিকে চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী মাসুদ চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক মাষ্টার তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল কবিরসহ ৭ জন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মটরসাইকেল মার্কার পক্ষে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান শামীম রেজাও মটরসাইকেল মার্কার পক্ষে সরাসরি ভোট প্রার্থনা করছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে উপজেলা বিএনপির তিনজন গুরুত্বপূর্ন নেতা মটরসাইকেল মার্কার পক্ষে ভোট করছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুচ দফাদার বলেন বিএনপির কোনো নেতার উপজেলা নির্বাচনে জড়ানোর সুযোগ নেই। তারপরেও তৃনমুলের ভোটারদের কথা নিশ্চিত করে বলা যাবে না। তবে বিএনপি নেতা ইউনুচ দফাদার যাই বলুক না কেনো ৫ম উপজেলা নির্বাচনের মতো এবারও বিএনপি জামাতের ভোটেই ৬ষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলেই মনে করছেন উপজেলার ভোটে অভিজ্ঞরা।