সিরাজুল ইসলাম : চতুর্থ ধাপে যশোর সদর উপজেলা নির্বাচন তথা যশোরের শেষ উপজেলা নির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ হবে৷ এ দিন কয়েক স্তরের নিরাপত্তার চাঁদের গোটা যশোর সদর ঢাকা থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
মঙ্গলবার পুলিশ লাইন যশোরে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ সুপার।
নির্বাচনের আগের রাত থেকে নির্বাচনের পর রাত ১২ টা পর্যন্ত পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের মোট ছয় হাজার সদস্য কাজ করবে। প্রতিটি কেন্দ্রে ২১ জনের সমন্বয়ে একটি করে ফোর্স থাকবে। প্রতি তিনটি কেন্দ্রের জন্য একজন ইন্সপেক্টর এর নেতৃত্বে একটি করে মোবাইল টিম থাকবে। পৌরসভার প্রতিটি কেন্দ্রে একটি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও সাদা পোষাকে এসবি, ডিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবে।
Leave a Reply