স্টাফ রিপোর্টার : যশোরে সদর উপজেলা নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে পুলিশ দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে। আটকৃতরা হলো ঝিনাইদহ হামদহ এলাকার মৃত মকবুল হোসেনের মেয়ে মেয়ে শারমিন আরা এবং যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব।
অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, সদর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে এরা দুজন অর্থের বিনিময়ে পুলিশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু করে।এদের কাছে নির্বাচন কমিশনের কোন অনুমতি পত্র ছিল না বলে পুলিশ জানাই। এই দুজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেছে জেলা পুলিশ।