সিরাজুল ইসলাম : কেশবপুরে কালি মন্দিরে প্রতিমার মূর্তি থেকে স্বর্ণালংকার ও শাড়ি চুরির ঘটনায় চোর চক্রের একজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ৷
শনিবার যশোরের নিউমার্কেট ডিব্লকে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম। আটক হাসিব মোল্যা ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতো৷
হাসিবের কাছ থেকে প্রতিমার ২ ভরি ১০ আনা ওজনের একটি স্বর্ণের সীতাহার, ৩ ভরি ১ আনা ওজনের ১টি রুপার কোমর বিছা, ৩ ভরি ৭ আনা ওজনের ৫টি রুপার নুপুর, ১টি মোবাইল ফোন, ৪ টি শাড়ি ও ১টি প্লাস উদ্ধার করা হয়।
ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, গত ৯ মে রাতে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালি মন্দিরে গ্রীল ভেঙ্গে চুরির ঘটনায় মামলা হলে নিয়মিত অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল সহ চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে৷ এ ঘটনায় কেশবপুর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান আটককৃত আসামী হাসিব মোল্যার পিসিপিআর যাচাই করে দেখা গেছে সে আন্তঃজেলা গৃহচোর সিন্ডিকেটের সদস্য।
ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি ডিবি।