নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহে শৈলকুপা থানায় হা’মলার ঘটনায় অজ্ঞাত সাড়ে চারশো’ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অন্তত ১৫ জনকে।
রোববার (৯ জুন) রাতে পুলিশ বাদী হয়ে মা’মলা দায়ের করে।
স্থানীয়রা জানায়, উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় ধাওড়া গ্রামের বাসিন্দা মুস্তাক শিকদারকে গ্রে’ফতার করে পুলিশ। মুস্তাক ক্ষমতসীন দলের রাজনীতির সাথে যুক্ত। তাকে গ্রেফতারের খবরে উ’ত্তেজনা ছড়ায় কর্মী-সমর্থকদের মধ্যে। শৈলকুপা থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। একপর্যায়ে জড়ায় পুলিশের সাথে সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি ছোঁড়ে পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ আ’হত হয়েছেন অন্তত ৩০ জন।