নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগের শ্রেষ্ঠ চৌকস অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই মেহেদী হাসান।
সোমবার দুপুরে ডিআইজি অফিসের কার্যালয়ে সনদ প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন খুলনা ডিআইজি মইনুল হক বিপিএম (বার) পিপিএম আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সাতক্ষীরা। উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
অক্টোবর মাসে এএসআই মেহেদী হাসান একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ স্বর্ণ ও মাদকদ্রব্য জব্দ করেছেন ও যার বোতল এল এইচ ডি সাড়ে ছয় কোটি টাকা মূল্যের উদ্ধার করেন। গ্রেপ্তার করেছেন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত একাধিক আসামীকে। একই সময়ে ১৩ মামলা নিষ্পত্তি ও ২০টি মামলার এনইআর দাখিল করেছেন।