রায়হান হোসেন, চৌগাছাঃ
যশোরের চৌগাছায় ৭০ বোতল রেক্টিফাইট স্পিরিটসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ।শুক্রবার (১৪ জুন) রাত ৯টায় বাজারের জোসনা ইলেকট্রনিক্স সংলগ্ন বিশ্বাস হোমিও ফার্মেসি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন পৌরসভার নিরিবিলি পাড়ার মৃত তারাপদ বিশ্বাসের ছেলে ও বিশ্বাস হোমিও ফার্মেসির স্বত্তাধিকারী হোমিও চিকিৎসক রাখাল চন্দ্র বিশ্বাস (৪০) এবং ইসাপুরের ঈসরাফিলের ছেলে ক্রেতা আলী আজগর (২৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসার আড়ালে অবৈধভাবে রেক্টিফাইট স্পিরিটের (অ্যালকোহল) ব্যবসা করে আসছিল রাখাল চন্দ্র বিশ্বাস। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে তার ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ৭০ বোতল স্পিরিটসহ হোমিও চিকিৎসক রাখাল চন্দ্র ও ক্রেতা আলী আজগরকে আটক করা হয়। এসময় চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, উপ-পরিদর্শক এসআই মাহফুজ, এসআই তানিম ও সহকারী উপ-পরিদর্শক এএসআই শফিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে একই অপরাধের জন্য সাবধান করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জেল্লাল হোসেন বলেন, এ বিষয়ে দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া অব্যহত রয়েছে।
Leave a Reply