নিজস্ব প্রতিবেদক : চ্যানেল দুর্জয় নিউজে সংবাদ প্রকাশের পর যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ৷ এবং স্থায়ী বহিষ্কারের সুপারিশ জানিয়েছে যশোর জেলা কমিটি।
সোমবার (২৪ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সদ্য অব্যহতি প্রাপ্ত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ও এক তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়৷ তারপর ওই তরুণী চ্যানেল দুর্জয় নিউজকে জানান, তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে তরিকুল৷ শহরের ঘোপ সেন্ট্রাল রোড ফুড গোডাউন এলাকায় তরিকুলের ভাড়ার বাসায় স্ত্রী পরিচয়ে প্রায়ই ওই তরুনীকে নিয়ে রাত্রি যাপন করে আসছিলো, এক পর্যায়ে অনত্র বিয়ে করার জন্য আরেক তরুণীর সাথে সম্পর্কে জড়ায় তরিকুল। তারপর সামনে আসে তরিকুলের ফ্ল্যাটের গল্প।