নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলা তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পনের জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু।
মঙ্গলবার (১৬ জুলাই ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, ৪ নং নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হুমায়ুন কবির তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্লাহ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।