নিজস্ব প্রতিবেদকঃ
যশোরে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ফয়সাল আহমেদ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১রাউন্ড গুলি এবং ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে কোতয়ালী থানার শেখহাটি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাকৃত ফয়সাল কোতয়ালী থানার গোপালপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিসুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই বিপ্লব সরকার, শাহিনুর রহমান, পিপিএম, আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে যশোর কোতয়ালী থানা এলাকায় অবৈধ অস্ত্র-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালানো হয়।
রাত ১১টায় শেখহাটির আদর্শপাড়ার শাহ আলমের মুদি দোকানের সামনে থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১রাউন্ড গুলি এবং ২টি বার্মিজ চাকু উদ্ধার করে ডিবি। এ ঘটনায় সহকারী পরিদর্শক বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
Leave a Reply