রায়হান হোসেন, চৌগাছাঃ
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
৩০ জুলাই থেকে ০৫ আগস্ট পর্যন্ত সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হবে। উদ্বোধনী দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।
এসময় তিনি বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ উপজেলার নদী-নালা, খাল-বিলে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। নানা কারনে পানি দূষণ ও অবৈধ জাল দিয়ে মাছ শিকারের ফলে দেশীয় মাছ হুমকির সম্মুখীন। এসব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, চাক, ম্যাজিক,ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহার করতে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা আক্তার। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খানম, কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, সুখপুকুরিয়ার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে স্থানীয় সাংসদ ডা. তৌহিদুজ্জামান তুহিন উপজেলার হাজরাখানা টেঙ্গুরপুর খালে ৭০কেজি মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে মৎস্য চাষে বিশেষ সফলতা অর্জন করায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply